ডিমলায় জলাবদ্ধতায় প্রাথমিক বিদ্যালয়, দেখার কেউ নেই

  15-09-2019 09:49PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদানে চাই পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটি যখন পারিপাশ্বির্ক কারণে প্রতিবন্ধকতায় সৃষ্টি হয় তখন তার থেকে ভাল ফল আশা করা যায় না । প্রতিষ্ঠানটি নীলফামারী ডিমলা উপজেলার ৭ নং খালিশা চাপানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অবস্থিত । স্থাপিতকালঃ ১৯৯০ ইং। যার নামকরন করা হয়েছে পূর্নারঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামান্য পরিমাণ বৃষ্টিপাত হলে বিদ্যালয়ের মাঠ পানিতে ভরপুর হয়ে যায়, যা দেখে মনে হয়, এ যেন বিদ্যালয়ের মাঠ নয়, কোন চলনবিল । এর ফলে বিঘ্ন হচ্ছে প্রতিদিনের সমাবেশ এবং জলাবদ্ধ পানির কারনে কোমলমতি শিক্ষার্থীরা ভয়ভীতির কারনে স্কুলে আসতে অমনযোগী। পাশাপাশি দূষিত হচ্ছে প্রতিষ্ঠানটির পরিবেশ এবং বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত বিনোদন থেকে তারা। তারপরেও তা দেখার কেউ নেই!

এ প্রসঙ্গে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুনীল চন্দ্র রায় ও সহকারি শিক্ষকগণ এবং অভিভাবকবৃন্দগণ জানান, সমস্যাটি পূঞ্জভিত সমস্যা। তা সমাধানের লক্ষ্যে লিখিত ও মৌখিকভাবে বিদ্যালয়ের সংশ্লিষ্ট কতৃপক্ষ এবং স্থানীয় প্রতিনিধিগণ সরেজমিনে পরিদর্শন করেন । তারপরও আজও যেমন তেমনি রয়েছে কোন পরিবর্তন হয়নি । এ নিয়ে কথা হয় উপজেলা সহকারি শিক্ষা অফিসার এ,টি,এম সাজ্জাদুর রহমান সাজ্জাদ- এর সঙ্গে তিনি বলেন, স্থানীয় প্রতিনিধির সঙ্গে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছিল কিন্তু মালিকানা ব্যক্তিদ্বয় মাটি না দেওয়ায় পুরণ করা সম্ভব হয়নি, তারা চাইলে এখন তা সম্ভব । তবে বরাদ্দ প্রাপ্তি চেয়ে অধিদপ্তরে আবেদন করা হয়েছে আশা মাত্রই সম্পূর্ণ হবে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন