গাইবান্ধায় বজ্রপাতে গৃহবধূসহ দুই জনের মৃত্যু

  16-09-2019 04:12PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায়ও ফুলছড়ি উপজেলায় গৃহবধূসহ দুইজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

এরমধ্যে নাছিমা বেগম (২০) এবং হায়দার আলী (৪৫) নামে অপর কৃষকের মৃত্যু হয়েছে। নাছিমা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের নংকার ভিটা গ্রামের স্বপন মিয়ার স্ত্রী।

এলাকাবাসি জানায়, রোববার বিকেলে তিনি বাড়িতে সাংসারিক কাজ করার সময় হঠাৎ করে তার সামনে বজ্রপাত হওয়ায় নাছিমা বেগমের শরীরের এক অংশ পুড়ে যায়। তিনি অজ্ঞান হয়ে পড়েন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামে রোববার দুপুরে বজ্রপাতে হায়দার আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত হায়দার আলী ওই গ্রামের কছির উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, হায়দার আলী ঝিরঝিরে বৃষ্টির মধ্যে বাড়ীর পাশে রোপা আমন ধান ক্ষেতে কাজ করছিলেন। এসময় হঠাৎ বিকট শব্দে তার সামনে বজ্রপাত হয়। এতে হায়দার আলী ঘটনাস্থলেই মারা যায়।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন