ডিমলায় শো প্রকল্পের মতামত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়ন সভা

  16-09-2019 08:22PM

পিএনএস, নীলফামারী (ডিমলা) প্রতিনিধি : ১৬ সেপ্টেম্বর নীলফামারী ডিমলা উপজেলা ল্যাম্ব শো প্রকল্প আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ডাটা শেয়ারিং ওয়ার্কশপ শো প্রকল্প,
অর্জিত ফলাফল বিশ্লেষণ বিষয়ক, মতামত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ রায় ও আয়েশা সিদ্দিকা এবং পূর্ব ছাতনাই এর প্যানেল চেয়ারম্যান সহ বাকি নয় ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, টেকনিক্যাল কো অর্ডিনেটর কাজল কুমার রায়, মনিটরিং ইভালুয়েশন এন্ড ডকুমেন্টেশন অফিসার বাদল কেনেডী মুরমু, , ফিল্ড কো-অরডিনেটর এডওয়ার্ড বিশ্বাস, মনোরঞ্জন রায়, মোঃ রুবেল ইসলাম।

সভায় খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন বলেন “আমরা হয়ত ২০২০ সালে সিএসবিএ দের স্যালারি দিতে পারবো না কিন্তু সম্মানি দিতে পরবো”পরিবার কল্যান পরিদর্শিকা সিরাজুন আক্তার মিনা বলেন, ‘‘একজনের পক্ষে আসলে ডেলিভালি করা সম্ভব নয় সুতরাং স্থানীয় ভাবে হলে ও সিএসবিএ রাখা দরকার”।

সিনিয়র স্টাফ নার্স অর্চনা রাণী বলেন, ইউনিয়ন পর্যায়ে প্্রাতিষ্ঠানিক ডেলিভারি শুরু করার জন্য ল্যাম্ব শো প্রকল্পকে ধন্যবাদ”উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মোছা আয়শা সিদ্দিকা বলেন, “ল্যাম্ব শো প্রকল্পের ফলে আগের চেয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র অত্যন্ত পরিচ্ছন্ন ও সুন্দর হয়েছে আমরা এটি ধরে রাখতে চাই”

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন