রোহিঙ্গাদের ব্যবহারের জন্য মিয়ানমার থেকে আনা সিমসহ আটক ৩

  17-09-2019 08:27PM

পিএনএস ডেস্ক : কক্সবাজারের আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ আর খবর আদানপ্রদানে বিস্তৃত নেটওয়ার্ক সচল রাখতে মিয়ানমার থেকে আনা সিমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে মিয়ানমার থেকে সিম নিয়ে আসার সময় টেকনাফ স্থলবন্দরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ট্রলার মাঝি মিয়ানমার মংডু বিচিডিল এলাকার নুরুল আলমের ছেলে নুর হাসান(২২), টেকনাফের নয়াপাড়া মুচনী রোহিঙ্গা শিবিরের হোসনের ছেলে সলিম (২৬) ও উখিয়া জামতলী রোহিঙ্গা শিবিরের মেহের শরীফের ছেলে রবি আলম(২২)।

পুলিশ জানায়, মিয়ানমারে থেকে আসা ট্রলারে রোহিঙ্গাদের ব্যবহারের জন্য সিমগুলো আনা হয়েছিল। পরে ট্রলার মাঝিসহ ওই তিনজন সিম নিয়ে যাওয়ার পথে বন্দরের নিরাপত্তা কর্মীরা তাদের আটকে দেয়। খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই সাব্বিরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২২২টি মিয়ানমারের এমপিটি কোম্পানির সিম উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসির প্রদীপ কুমার দাস বলেন, মিয়ানমারের থেকে নিয়ে আসা সিমসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন