ডেমরায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

  19-09-2019 03:25PM


পিএনএস ডেস্ক: ডেমরায় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশের রামপুরা ট্রাফিক জোন। বৃহস্পতিবার সকাল ১০টায় ষ্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ট্রাফিক পূর্ব বিভাগের মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহম্মেদ ও রামপুরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো: হুমায়ুন কবির। এ সময় ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন ২৫ টি যানবাহনের বিরুদ্ধে মামলা, ৩৫টি গাড়ী রেকারিং ও ২টি গাড়ী ডাম্পিংয়ে পাঠানো হয়। এছাড়াও পথচারীদের সচেতন করে তুলতে জনসচেতনতামূলক ট্রাফিক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে অংশ নেয়া রামপুরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক বলেন, সড়কে অনাকাঙ্খিত দূর্ঘটনা রোধকল্পে রামপুরা ট্রাফিক জোন প্রতিনিয়ত এ ধরণের অভিযান পরিচালনা করাসহ বিভিন্ন কর্মসূচী পরিচালনা করে আসছে। ত্রুটিপূর্ণ যানবাহন ও অদক্ষ চালকদের বেপরোয়া স্বভাবের কারণে সড়কে অধিকাংশ দূর্ঘটনা ঘটে। তাই প্রতিটি অভিযানে লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাকে রামপুরা ট্রাফিক জোন। সড়কে নিরাপত্তা ফিরেয়ে আনতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন