কোচিং সেন্টারের অন্তরালে মাদক বাণিজ্য, পরিচালকসহ গ্রেফতার ৩

  21-09-2019 11:28AM

পিএনএস ডেস্ক: বরিশাল শহরের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় সেখান থেকে কোচিং সেন্টারের পরিচালকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শহরের হাসপাতাল রোডে নতুন বাজার এলাকার ‘ফেইথ শিক্ষা পরিবার’ নামক কোচিং সেন্টারটিতে শুক্রবার রাতে এ সফল অভিযান চালিয়ে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ সূত্র জানায়, কোচিং সেন্টারটিতে শিক্ষাদানের অন্তরালে দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্য চলছিল। এই বাণিজ্যে পরিচালক শামিম আহম্মেদসহ বেশ কয়েকজন জড়িত। প্রতিদিন সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত প্রতিষ্ঠানটিতে মাদকের একটি আসর বসতো।

এই খবর নিশ্চিত হয়ে শুক্রবার রাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বের একটি টিম অভিযান চালিয়ে সেখান থেকে ২২ বোতল ফেন্সিডিলসহ পরিচালক শামিম আহম্মেদ, মতিউর রহমান এবং বাবুল তালুকদার নামে তিনজকে গ্রেফতার করে।

এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই দোলোয়ার হোসেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন