শিবপুরে প্রবাসী কর্মী ও পরিবারের সদস্যদের উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক

  21-09-2019 05:24PM

পিএনএস, নরসিংদী প্রতিনিধি : শিবপুরে প্রবাসী কর্মী ও পরিবারের সদস্যদের উদ্বুদ্ধকরণে জেলা প্রশাসকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী শিবপুর উপজেলার মাছিমপুর, দুলালপুর ও চক্রধা ইউনিয়নে প্রবাসী পরিবার উদ্বুদ্ধকরণ কার্যক্রম (প্রপউক) এর এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রবাসী কর্মীর সম্পদ রক্ষা, নানাবিধ অসুবিধা দূরীকরণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা এবং তার পরিবারকে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখার মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় বক্তব্য রাখেন অষ্ট্রেলিয়ায় অবস্থিত আর এম আই টি ইউনিভার্সিটির প্রভাষক ও প্রপউক এর গ্লোবাল সমন্বয়কারী ড. শাহাদাত খান, শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি জুনায়েদুল হক জুনু, মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, চক্রধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেনুজীর আহমেদ খান।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন