ভাইকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষকের মৃত্যু

  21-09-2019 07:47PM

পিএনএস ডেস্ক : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে সরকারি গুদামে ধানের স্লিপ নিয়ে এক সংঘর্ষে আব্দুর রহিম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার বেলা ১১টায় উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি বাজারে এ সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিম (৪৫) কে কালীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রহিম (৪৫) উপজেলার লোহাকুচি গ্রামের মৃত তালেব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গোড়ল ইউনিয়ন পরিষদের সদস্য মফিজ উদ্দিনের (৪০) কাছ থেকে সরকারি গুদামে ধান দেয়ার জন্য স্লিপ চেয়ে ব্যর্থ হন খালেকুজ্জামান মৌসুম। এরপর শনিবার সকালে মফিজ উদ্দিন লোহাকুচি বাজারে এলে মৌসুম ও তার দুই ভাই তাকে আক্রমণ করে। এ সময় মফিজ মেম্বরের ভাই আব্দুর রহিম বাধা দিতে এগিয়ে এলে সবাই মিলে তাকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেয়া পথে মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন