ঝালকাঠিতে পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশের মতবিনিময়

  22-09-2019 07:38PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : শারদীয়া দূর্গা উৎসবকে সামনে রেখে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে ঝালকাঠি জেলা পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় জেলা ও উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন মতামত ও উৎসব উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক তরুন কর্মকার, নলছিটি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জনার্ধন দাসসহ জেলা উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তার বক্তব্যে আইন-শৃংঙ্খলা রক্ষার্থে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহয়তা করা হবে বলে উল্লেখ করেন। এবছর ঝালকাঠি জেলায় ১৭৩ টি মন্ডপে দূর্গা পূজা উদযাপন করা হবে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন