মাকে ছাড়াই দেশে ফিরল দুই ভাই

  22-09-2019 11:41PM



পিএনএস ডেস্ক: ভারতে পাচার হওয়ার আট মাস পর দুই ভাইকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে হস্তান্তর করে বিএসএফ। ফেরত আসা দুই ভাই হলো পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের মাসুম হোসেনের ছেলে নাঈম (১২) ও রায়হান উদ্দিন (১০)। তাদের মা রেক্সোনা খাতুন এখনও ভারতের জেলখানায় আটক রয়েছেন। সাজা শেষ হলে তাকেও একই প্রক্রিয়ায় ফেরত দেয়া হবে বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন হোসেন জানান, আট মাস আগে মায়ের সাথে দালালের মাধ্যমে সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যায় নাঈম ও রায়হান। ভারতের শিয়ালদাহ রেলস্টেশন থেকে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে। এ সময় দালাল চক্র পালিয়ে যায়। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত রেক্সোনাকে সাজা দিয়ে কোলকাতার আলীপুর সেন্ট্রাল জেলে এবং দুই ভাইকে বারাসাত কিশোলয় চিলড্রেন হোমে রাখার নির্দেশ দেয়।

দীর্ঘদিন সেখানে থাকার পর হোম কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। এক পর্যায়ে উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে দুই ভাইকে ভারতের বিএসএফ সদস্যরা বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওবাইদুর রহমান বলেন, ফেরত আসা দুই ভাইকে আইনি প্রক্রিয়া শেষে রোববার রাতেই তার পিতা মাসুম হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন