চিরিরবন্দরে বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ২

  09-10-2019 10:13PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে বি.আর.টিসি বাসের ধাক্কায় অজ্ঞাত (৫০) একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। গতকাল বুধবার (০৯ অক্টোবর) রাত ৮ টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর রাণীরবন্দর বাজরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের মোক্তারুল হোসেন (২২) ও আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের রিয়াজুল ইসলাম (৪০)। তাদের আশংকাজনক অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে দিনাজপুরগামী একটি বি.আর.টিসি বাস রাণীরবন্দর বাজারে এসে পৌচ্ছালে নিয়ন্ত্রয়ণ হারিয়ে রাস্তায় থাকা পথচারীদের সজোড়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জি.এম শামসুর নুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, নিহত ব্যাক্তির নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার নাম ঠিকানা পাওয়া গেলে পরিবারের কাছে লাশ হস্তান্তÍর করা হবে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন