ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকার নকল জুস ধ্বংস

  14-10-2019 04:45PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রবিবার ১৩ই অক্টোবর দুপুরে শিফাত ফুড প্রোডাক্টস নামের একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নকল জুস ধ্বংসসহ ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, ফ্যাক্টরির সত্বাধিকারি উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল হাই সরকারের ছেলে আলমগীর হোসেন (৪০)। পৌর এলাকার উত্তর সুজারপুর সরকারপাড়া গ্রামের ওই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মো. এরশাদ আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জগদিশ মহন্তসহ থানা পুলিশ। এলাকাবাসী আলহাজ্ব মো. জয়নাল আবেদীনবলেন, দীর্ঘদিন থেকে আলমগীর হোসেন স্থানীয় আব্দুর রহমানের বাসায় ভাড়া থাকতেন। তিনি গোপনে স্বাস্থ্য-ক্ষতিকারক জুসের ফ্যাক্টরি তৈরি করেছিলেন তা কারোই জানা ছিলে না। বাসা মালিক আব্দুর রহমান বলেন, আলমগীর হোসেন তিনবছর থেকে পরিবারসহ তার বাসা ভাড়া নিয়ে বাস করছিলেন। কিন্তু তিনি গোপনে নকল জুস তৈরি করছিলেন সে-বিষয়ে তার কিছুই জানা নেই। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ফ্যাক্টরিতে অনুমোদনবিহীনভাবে ক্ষতিকারক কেমিক্যাল রংমিশ্রিত লক্ষধিক টাকার নকল জুস ধ্বংসসহ ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় ফ্যাক্টরির সত্বাধিকারি আলমগীর হোসেনকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন