ইউনিয়ন নির্বাচন: ঘুমধুমে বিজিবির গুলিতে নিহত বেড়ে ২

  14-10-2019 10:20PM

পিএনএস ডেস্ক: পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে কেন্দ্র দখলের ঘটনায় বিজিবির গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দুই হয়েছে।

এর আগে সোমবার বিকেলে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

নিহতরা হলেন ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি এলাকার মৃত চৈমেরাউন চাকমার ছেলে মংকিচা তঞ্চঙ্গ্যা (৪৫) এবং একই এলাকার অংচামং তঞ্চঙ্গ্যা (৩৪)।

মংকিচা ঘটনাস্থলে এবং অংচামং কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার এমদাদুল্লাহ ও মো. উসমান বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে আসছিল। এর মধ্যে বাইরে উশৃংখল পরিস্থিতি শুরু হলে ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে পরিস্থিতি শান্ত করার জন্য বিজিবি চেষ্টা করলে তারা বিজিবির ওপর হামলার চেষ্টা করে। তখন বিজিবি আত্মরক্ষার্থে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ইমন কান্তি চৌধুরী রাত সাড়ে ৮টার দিকে এ প্রতিনিধিকে বলেন নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজনের লাশ ঘুমধুম পুলিশ ফাঁড়িতে রয়েছে। অপরজনের লাশ কক্সবাজার সদর হাসপাতাল র্মগে রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা বিবাদে জড়িয়ে পড়ে। তখন বিজিবি গুলি ছুড়লে একজন নিহত ও একজন আহত হন। এরা ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বাবুল তঞ্চঙ্গ্যা ও মোহাম্মদ আলীর সমর্থক।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ জানান, কেন্দ্রের বাইরে কিছু ভোটার বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন