পুকুরে মিলল বিরল প্রজাতির মাছ

  19-10-2019 04:40PM

পিএনএস ডেস্ক : চুয়াডাঙ্গায় বিরল প্রজাতির মাছের খোঁজ পাওয়া গেছে। শনিবার সদর উপজেলার ছোটশলুয়া গ্রামে স্থানীয় একটি পুকুর থেকে জেলেরা মাছ ধরতে গেলে তাদের জালে বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে।

ছোটশলুয়া গ্রামের জেলে মকবুল হোসেন জানান, মাছ ধরার জন্য তারা পুকুরে জাল ফেলার পর অন্য মাছের সাথে বিরল প্রজাতির একটি মাছ জালে দেখতে পাওয়া যায়। মাছটি এর আগে কখনো দেখেননি তারা। পরে মাছটিকে নিয়ে গ্রামের একটি দোকানে পানির ভিতরে রাখলে স্থানীয় অনেকে মাছটি দেখতে ভিড় করে।

এদিকে বিরল প্রজাতির মাছের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মাছটি এক নজরে দেখতে উৎসুক জনতা সেই দোকানে ভিড় করছে।

চুয়াডাঙ্গা মৎস্য অফিসের কর্মকর্তাদেরর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা এই বিরল প্রজাতির মাছের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন