ইলিশ ধরায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

  21-10-2019 01:10AM

পিএনএস ডেস্ক: মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় দুই জেলেকে ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (২০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসিফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসি আক্তার জানান, ইলিশ সম্পদ সংরক্ষণে গত ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করে কিছু আসাধু ব্যক্তি মধুমতি নদীতে কারেন্ট জাল ফেলে ইলিশ ধরার চেষ্টা করছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় এবং দুই জেলের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন