গাজীপুরের কারখানার আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

  21-10-2019 12:43PM


পিএনএস ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় কেয়া স্পিনিং কারখানার আগুন লেগেছিল আজ সকাল আটটার দিকে। এর প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজ সোমবার সকাল ৮টার দিকে কারখানাটিতে আগুন লাগে। সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ড শুরু হলে সকাল ৮টার দিকে প্রথমে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনে সুতা ও মেশিনপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন