ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

  21-10-2019 05:07PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদর উপজেলা৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির ২৮ হাজার ৬শত টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত শনিবার গভীর রাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মোঃ রুবেল হোসেন-(৩৫), সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের-মোঃ আব্দুল্লাহ-(২২) এবং আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের মোঃ জুনাইদ- (১৯)।

গত রবিবার দুপুরে গনমাধ্যমে পাঠানো র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলার মীরাহাটি বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির ২৮ হাজার ৬শত টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। র‌্যাব জানায় উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২লাখ ৭৯ হাজার ১শত টাকা।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন