চৌগাছায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

  21-10-2019 10:21PM

পিএনএস ডেস্ক : যশোরের চৌগাছায় সাপের দংশনে তন্বী খাতুন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। সে চৌগাছা কামিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী এবং যশোর সদরের চান্দুটিয়া গ্রামের তবিবর রহমানের মেয়ে। রোববার রাতে চৌগাছা শহরের মামা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট মামা মিঠু দেওয়ান জানান, প্রতিদিনের মত লেখাপড়া শেষে মায়ের সাথে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে তন্বী। রাত ১০টার দিকে তাকে ঘরের মধ্যে বিষধর সাপে কাটলেও তার মা বুঝতে পারেননি। এক পর্যায়ে কিছু হয়েছে বুঝতে পেরে তিনি ওই ঘরে এসে দেখতে পান, ভাগ্নীর মুখ দিয়ে ফ্যানা বের হচ্ছে। উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

মৃতের পরিবারিক সূত্রে জানা যায়, মেয়েটি ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাবা তবিবর রহমান মা পপিকে রেখে আরেকটি বিয়ে করে। তারপর থেকেই পপি খাতুন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এবং বাবার বাড়িতে থাকতেন।

চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ বলেন, মেয়েটি যেমন মেধাবী তমনি নম্র-ভদ্র ছিলো। ক্লাসে ছিল নিয়মিত। ওর ইচ্ছা ছিল লেখাপড়া শিখে মায়ের সেবা ও সুচিকিৎসা করবে। তার সে ইচ্ছা আর পূরণ হলো না।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন