গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৭ জনের মৃত্যুদণ্ড

  22-10-2019 04:14PM

পিএনএস ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ড প্রাপ্তদের মধ্যে ২ জনকে ৫ লাখ ও ৫ জনের ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবিএম মাহমুদুল হাসান এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- আক্কেলপুর উপজেলার মারমা গ্রামের সোহেল তালুকদার, দেওড়া সোনারপাড়া গ্রামের আফজাল হোসেন, মজিবর রহমান, দেওড়া গুচ্ছ গ্রামের রাহিন, আজিজার রহমান, সাখিদার পাড়ার ফেরদৌস আলী ও জগতি গ্রামের রুহুল আমীন।

মামলার রায় থেকে জানা গেছে, ২০১৬ সালের ৮ অক্টোবর রাতে দেওড়া আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা উজ্জ্বল মহন্তের স্ত্রী আরতি রাণীকে বাড়ি থেকে তুলে নিয়ে আসামিরা দলবেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে আরতির মৃত্যু হয়।

ঘটনার দুইদিন পর (১০ অক্টোবর) আরতির স্বামী উজ্জ্বল বাদি হয়ে সাতজনকে আসামি করে আক্কেলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন