বরিশালে মাদকের মামলায় দুইজনের কারাদণ্ড

  23-10-2019 12:35PM


পিএনএস ডেস্ক: বরিশালে মাদকের মামলায় দুই ব্যক্তিকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার বিকেলে বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামিদের অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন।

রায়ে আদালত ঝালকাঠির রুনশী এলাকার মাহমুদুল্লাহ খানের ছেলে সাইফুল আজম খানকে ১২ বছর এবং বানারীপাড়ার মাছরং এলাকার মাখন লাল শীলের ছেলে ও আকাশ চন্দ্রকে ১০ বছর কারাদণ্ড দেন। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে দণ্ডাদেশ দেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির জানান, ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর র্যাদব-৮ এর একটি দল বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সাইফুল আজম ও আকাশ চন্দ্রকে ৭৩৭ পিস ইয়াবাসহ আটক করে।

এ ঘটনায় র্যা ব-৮’র ডিএডি নাজিম উদ্দিন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ২৪ অক্টোবর তদন্ত কর্মকর্তা বাবুগঞ্জ থানার এসআই তাজেল ইসলাম খান আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন। পরে আদালতে ১২ জনের সাক্ষ্য শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় উপরোক্ত দণ্ড দেন বিচারক।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন