বানারীপাড়ায় পুলিশের হাতে আটক প্রমিক-প্রেমিকার দণ্ড

  23-10-2019 08:12PM

পিএনএস ডেস্ক : বরিশালের বানারীপাড়ায় বাল্য বিয়ের প্রস্তুতিকালে পুলিশের হাতে আটক প্রেমিক-প্রেমিকাকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ আটককৃত প্রেমিক চিন্ময়কে ১ মাসের কারাদণ্ড ও প্রেমিকাকে ৪ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত চিন্ময় শীলকে (১৭) বুধবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইকবাল হোসেন জানান, উপজেলার কচুয়া গ্রামের চিন্ময় শীলের সাথে দীর্ঘদিন ধরে বিশারকান্দি এলাকার এক কিশোরীর প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের সম্পর্কের সূত্র ধরে, গত মঙ্গলবার বিকেলে কিশোরী প্রেমিকের বাড়ি যায়। এরপর চিন্ময়ের পিতা-মাতাকে রাজি করানোর পর বিয়ের আয়োজন করে স্থানীয় পুরোহিতসহ সকল আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ করা হয়। খবর পেয়ে পুলিশ প্রেমিক যুগলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রেমিক-প্রেমিকাকে সোপর্দ করা হলে বিচারক তাদের দুইজনকে অর্থ ও কারাদণ্ড দেন।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন