ডিমলায় রাস্তা কার্পেটিংয়ের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী

  23-10-2019 09:39PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলা ৭ নং খালিশা চাপানী ইউনিয়ন ডালিয়া তালতলা হতে নাউতারা অভিমুখে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার কার্পেটিং এর কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃস্বাস ফেলেছেন এলাকাবাসী। ২২ অক্টোবর কার্পেটিং চলমান কাজে পরিদর্শন করেন এস,এ,আই জিকরুল আমিন, ডব্লিউ এ ছানোয়ার হোসেন , প্রোপাইটার ফাইম এন্টারপ্রাইজ মোজাফ্ফর হোসেন । চলমান কাজে ম্যাসিং ও বিটুমিন মিশ্রিত কাজে কোন প্রকার সমস্যা হচ্ছে না এমনটি জানিয়েছেন এলাকাবাসী ।

এব্যাপারে তাদের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তারা প্রতিবেদক কে বলেন, দীর্ঘদিনের এই কাঙ্খিত রাস্তাটি পাকা হবে এটি স্বপ্নই ছিল মাত্র তা বাস্তবে পরিনত হওয়ায় আমরা স্বস্তির নিঃস্বাস ফেলছি । এর জন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী ও স্থানীয় সাংসদকে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন