অবশেষে আটক হলো সেই মহিষটি

  11-11-2019 11:02AM

পিএনএস ডেস্ক:জবাইয়ের আগে হঠাৎ দড়ি ছিঁড়ে মানুষের ওপর আক্রমণ করার প্রায় নয় ঘণ্টা পর অবশেষে সেই মহিষটিকে আটক করা হয়েছে। হিংস্র এ প্রাণিটির আক্রমণে মারা গেছেন সানোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধ। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

রোববার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার বৈদ্যবাড়ি হুগলির খাল থেকে মহিষটিকে আটক করা হয়।

এর আগে ওইদিন বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরের হাটে একটি মহিষ তোলেন জনৈক শফিকুল ও চানু কসাই। বিকেল ৪টার দিকে হঠাৎ করে মহিষটি দড়ি ছিঁড়ে আক্রমণ চালায় মানুষদের ওপর। শিং দিয়ে আঘাত করে সানোয়ার হোসেন নামে এক বৃদ্ধকে মেরে ফেলে। মুহূর্তেই গরুর বাজার একেবারে ফাঁকা হয়ে যায়। সড়কের ওপর দোকানগুলো বন্ধ করে ফেলা হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মহিষটির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হন। পরে গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় মহিষটিকে আটক করা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন