বেনাপোল কাস্টস হাউজের গোপনীয় লকার ভেঙ্গে চুরি

  11-11-2019 09:06PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল কাস্টস হাউজের নিরাপদ গোপনীয় লকার ভেঙ্গে স্বর্ণ, ডলার সহ মুল্যবান পন্য সামগ্রী চুরি হওয়ার গুঞ্জন ছড়িয়ে।

সূত্রমতে, কাস্টমস হাউজের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় কাস্টমস হাউজের গোপনীয় লকার এর একটি কক্ষ রয়েছে। সেই কক্ষে প্রবেশ করার পুর্বে সংঘবদ্ধ চোর চক্র সিসি ক্যামেরার মেন তার কেটে সংযোগ বিচ্ছন্ন করে দেয়। সেখান থেকে মুল্যবান পন্য সামগ্রী নিয়ে গেছে বলে কাস্টমস সুত্রটি দাবি করে। ওই লকারে কাস্টমস, কাস্টমস শুল্ক গোয়েন্দা,বিজিবি ও পুলিশের উদ্ধারকৃত স্বর্ণ, ডলার বৈদেশিক মুদ্রা,কষ্টি পাথর সহ মুল্যবান দলিল ছিল।ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল কাস্টস এর সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, কমিশনার মহোদয় ঢাকা থেকে আসলে লকার খোলা হবে। আপনারা অপেক্ষা করুন সঠিক তথ্য প্রদান করা হবে।স্থানীয়রা বলেন,বাংলাদেশের সরকার বলতে কাস্টমস আর সেই কাস্টমস হউজে নিরাপত্তারক্ষী প্রহরী থেকেও তার মধ্যে চুরি সংঘটিত হওয়া কি ভাবে সম্ভব।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন