সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা

  12-11-2019 03:36PM

পিএনএস ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশন এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যস্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলছেন, তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রেলমন্ত্রী দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে একথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি এবং রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে চারটিসহ মোট পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট জমা দিলে কারণ জানা যাবে।

এছাড়া নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহতদের পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, লাইনচ্যুত ও দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগি উদ্ধারে কাজ চলছে। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য নিহতদের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়ার কথা জানান রেল সচিব।

সোমবার রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগে এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন