চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

  13-11-2019 03:18PM


পিএনএস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় হোসেন আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী, আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত হোসেন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার আব্দুল মতিনের ছেলে।

রাষ্টপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ১৯ আগস্ট মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি দল হোসেন আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ থেকে ১০০ গ্রাম হেরোইন ও ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ হোসেন আলীকে গ্রেফতার করে।

ওইদিনই জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক ইলিয়াশ হোসেন তালুকদার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন