তানোরে ইভটিজিং বিরোধী অভিযান শুরু

  13-11-2019 07:26PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোরে ইভটিজিং বিরোধী অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। এজন্য উপজেলা প্রশাসন থেকে বিশেষ ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়েছে।

আজ বুধবার দুপুর থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করা হয়েছে বলে তানোর উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাসরিন বানু এ তথ্য জানান।

তিনি আরও জানান, ‘ইভটিজিং বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হয়েছে। এটি চলতে থাকবে। সঙ্গে সঙ্গে অনিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালনা, নিরিবিলি বসে গাঁজা বা মাদক সেবন নানা বিষয়েও অভিযান চলবে। যারা ইভটিজিংয়ের শিকার তারা ভয় না পেয়ে থানায় বা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করুন। আপনি প্রতিবাদ শুরু করলে আরও অনেকে সাহসী হবে। তিনি অভিভাবকদের আহব্বান জানিয়ে বলেন, উঠতি বয়সের সন্তানদের খোঁজখবর রাখুন। তাছাড়া ইভটিজার হিসেবে আটক হলে জেল-জরিমানা করা হবে।’

এর আগে তিনি উপজেলার মুন্ডুমালা, দেবীপুর ও তালন্দ এলাকার বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের সাথে পথসভা ও মতবিনিময় করেন।

এসময় তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: খাইরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফাতেমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন