ডিমলায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

  14-11-2019 04:05PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলার বাবুরহাট মডেল সপ্রাবি আয়োজনে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা-২০১৯ অংশগ্রহনকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৩ নভেম্বর সকাল ১০টায় ইসমত শুকরিয়া ডায়নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রইসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ.কে.এম সাজ্জাদুজ্জামান সাজ্জাদ, রাশেদুজ্জামান, স্বপন রাম কৃষ্ণ, ফিরোজুল ইসলাম প্রমূখ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুর রহিম, পরিচালনা কমিটির পক্ষে জয়নাল আবেদীন।

উক্ত বিদ্যালয়ের সহঃ শিক্ষক আলহাজ্ব জুয়েল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উক্ত কিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আজিজুল ইসলাম। অপরদিকে একই উপজেলার আকাশকুড়ি ঘাটের পাড় সপ্রাবি আয়োজনে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা-২০১৯ইং অংশগ্রহনকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টায় ইউপি সদস্য ইসমাইল হোসেন কাচুর সভাপতিত্বে সহঃ শিক্ষক অমূল্য চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফিরোজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাহাতাব উদ্দিন, সহ সুপার ও আওয়ামী নেতা আব্দুল আজিজ, আনোয়ারুল হক সরকার লেবু, ইয়াকুব আলী স্বপন, দাতা সদস্য আব্দুল জব্বার, সহসভাপতি আমির আলী, সহকারী শিক্ষক মোছাঃ আলওয়াফাতুল উলা উলফাতুন্নেছা, মোতাহারা বেগম ও হেনা রায়, ইউনিয়ন যুবলীগ যুগ্ন আহ্বায়ক রুবেল ইসলাম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন। উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন ৫ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান, গীতা পাঠ করেণ মল্লিকা রাণী মালা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে মিসরাত জাহান প্লাবন, শ্রদ্ধাঞ্জলি পাঠ করে ৪র্থ শ্রেণির ছাত্র নুরনবী।

উল্লেখ্য যে, শিক্ষার্থীদের লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে প্রধান অতিথি তার বক্তব্যে সাধুবাদ জানিয়ে প্রাচীরদেয়াল নির্মাণের বরাদ্দের জন্য স্থানীয় সাংসদের কাছে জোড় দাবী জানাবেন মর্মে আশ্বাস দেন। এরপর বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন