চট্টগ্রামে জেএমবির দুই সদস্য আটক

  14-11-2019 05:45PM

পিএনএস ডেস্ক : চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তির হাট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আব্দুল্লাহ আল সাঈদ (৩৫) ও মোহাম্মদ ইসমাইল (৩৩)। এর মধ্যে সাঈদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি থানার ডোমকুলী গ্রামে এবং ইসমাইল কক্সবাজারের টেকনাফ নয়াপাড়ার ১নম্বর ক্যাম্পের বাসিন্দা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমান বলেন, ‘জেএমবি’র দুই সদস্য কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছে এমন খবরে পটিয়ার শান্তির হাট এলাকায় চেকপোস্ট বসানো হয়। তল্লাশি চলাকালে বিষয়টি টের পেয়ে তারা চেকপোস্টের একটু আগে নেমে দৌঁড়াতে শুরু করে। সন্দেহ হলে তাদের ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র সদস্য বলে স্বীকার করে। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে লিফলেট এবং ৬টি জিহাদী বই উদ্ধার করা হয়। দুইজনকে পটিয়া থানায় সোপর্দ করা হয়েছে।’

পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, ‘আটক জেএমবি’র দুই সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন