শেরপুরে ঐতিহাসিক মা ভবানীর মন্দিরে আবারও দুঃসাহসিক চুরি!

  15-11-2019 07:17PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক পিঠস্থান বগুড়ার শেরপুরের মা ভবানীর মন্দিরে আবারও চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৪নভেম্বর) সন্ধ্যারাতে সংঘবদ্ধ চোরদল তালা ভেঙে দানবাক্সে থাকা নগদ কয়েক হাজার টাকা ও বৈদ্যুতিক বাতি (লাইট) চুরি করে নিয়ে যায়। গেল এক মাস চার দিন আগেও মন্দিরটিতে এ ধরণের চুরির ঘটনা ঘটে।

অত্র মন্দির পরিচালনা ও সংস্কার আহবায়ক কমিটির সদস্য নিমাই ঘোষ জানান, প্রতিদিনের ন্যায় ওইদিন সন্ধ্যায় উপজেলার ভবানীপুর এলাকাস্থ ঐতিহাসিক মা ভবানীর মন্দিরের পুরোহিত আরতি করেন। এরপর কেয়ারটেকার অর্পুব তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। কিছু সময় পর তারা আবার মন্দির এলাকায় এলে অন্ধকার দেখতে পান। এমনকি মন্দিরের একাধিক স্থানে লাগানো বৈদ্যুতিক বাতিও (লাইট) নেই। একপর্যায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে আবারও চুরির বিষয়টি টের পান। তারা দেখতে পান মন্দিরের দান বাক্সের তালা ভাঙা। এমনকি ওই বাক্সে কোন টাকা-পয়সাও নেই। গেল এক মাস আগেও একই ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, মৌখিকভাবে চুরির বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন