কসবার ট্রেন দুর্ঘটনা, মৃত্যু আরও ১

  18-11-2019 08:27AM


পিএনএস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তারা হরিজন (৪৫) নামে আহত একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার (১৭ নভেম্বর) রাতে তারা হরিজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এর ফলে কসবার ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়ালো।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত তারা হরিজনের বাড়ি নোয়াখালীর সুধারাম উপজেলায়।

উল্লেখ্য, সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের লুপলাইনের মুখে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত এবং আহত হয় শতাধিক যাত্রী।

পিএনএস/ হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন