ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলেন বাবা

  21-11-2019 07:54PM

পিএনএস ডেস্ক : রফিকুর রহমান রাহাত ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। তার পিতা আবদুস শুক্কুর মোল্লা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কিন্তু পিতা-পুত্রের সম্পর্কে ঘটেছে অবনতি। বৃহস্পতিবার সকালে রাহাতকে পুলিশে সোপর্দ করেছেন পিতা নিজেই। এ ঘটনায় এলাকায় চলছে নানামুখী আলোচনা।

পিতা আবদুস শুক্কুর মোল্লা বলেন, 'অনেক দিন ধরেই রাহাত আমাদের অবাধ্য হয়ে চলছে। তার আচরণ অসৌজন্যমূলক। সে বিভিন্ন সময় বাসার ভেতরে ভাংচুর চালায়। বাধ্য হয়ে বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি।'

ঝালকাঠি থানার ওসি আবু তাহের বলেন, 'রাহাতের বাবা পুলিশের কাছে অভিযোগ করেছেন। এ কারণে তাকে আটক করা হয়েছে। তবে মামলা দায়ের হয়নি।'

সূত্র জানায়, অনেক আগে থেকেই ছাত্রলীগ নেতা রফিকুর রহমান রাহাত উগ্র আচরনের কারনে পরিচিত। প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় অনেক ঘটনাতে অভিযোগ করেন না ভিকটিমরা। ঘরেও তিনি নিয়ন্ত্রনহীন। বৃহস্পতিবার সকালে রাহাত তার বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে থাকেন। এক পর্যায়ে জিনিসপত্র ভাংচুর করেন। তার আচরনে অতীষ্ট হয়ে পিতা পুলিশের সহযোগিতা চান। পুলিশ বেলা ১১টার দিকে শহরের টিঅ্যান্ডটি সড়কের বাসা থেকে রাহাতকে আটক করে থানায় নিয়ে যায়।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন