পদ্মার ৭০ কেজির মাছ!

  03-12-2019 02:29AM

পিএনএস ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীতে ৭০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির পাখি মাছ ধরা পড়েছে।

পদ্মা নদীতে বেড়জাল ফেলে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়ে এই মাছ। রোববার মাছটি ঈশ্বরদীর দাদাপুর হাটে আনা হয়।

এ সময় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশাল আকৃতি ও বিরল প্রজাতির এই মাছটি দেখতে বহু লোকজনের ভিড় জমে যায় ওই হাটে।

মাছ ব্যবসায়ী মো. রতন জানান, পদ্মা নদীতে জেলেদের বেড়জালে ধরা পড়ে এই মাছ। মাছটি কেটে প্রতি কেজি ৭৫০ টাকা দরে ২৮ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান জানান, মাছটির পিঠের দিকে পাখার মতো আছে সে কারণে এটিকে পাখি মাছ বলেন জেলেরা। এটি মূলত সামুদ্রিক মাছ। সমুদ্র থেকে মাছটি পদ্মায় চলে এসেছিল বলে ধারণা করেন তিনি।

পিএনএস/ হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন