বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

  08-12-2019 04:52PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার কুইক রেন্টাল পদ্ধতির উৎপাদন বন্ধ এবং গাইবান্ধা পিডিবি বর্তমানে নেসকো এর অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, বসতবাড়ির অতিরিক্ত বিল সংশোধন করার দাবিতে রোববার জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জাতীয় বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির কেন্দ্রীয় আহবায়ক মাসুদুর রহমান প্রধান মাসুদ, সংগঠনের জেলা সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনাউর রহমান, সহ-সভাপতি দেবল কুমার, আহমাদুর রহিম, মাহবুবর রহমান সুমন, আবুল কালাম, আব্দুল হালিম, মাহবুব মিয়া, আবুল কাশেম, সাইদুর রহমান বাবু, আব্দুস সালাম, আব্দুর রশিদ, মখছুদ মিয়া প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন