সরাইলে হানাদার মুক্ত দিবস পালিত

  08-12-2019 07:21PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলাপ্রতিনিধি : আজ রোববার ৮ ডিসেম্বর সরাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে সরাইল পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে সরাইলে দিবসটি পালন করা হচ্ছে।

দীর্ঘ নয় মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে এদিনে সরাইল মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনীসহ গণ মানুষের আনন্দ উল্লাসে প্রকম্পিত হয়ে উঠে।দিবসটি উপলক্ষে রোববার সকাল দশ টায় সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারেআলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তানগণের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলি, ডিপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাইনুল হোসেন মৃধা,সরাইল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ বায়তুল হোসেন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা অক্ষয় কুমার চৌধুরী ,বীর মুক্তিযোদ্বা আব্দুল রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহফুজুর রহমান,হাজী ইকবাল হোসেন,বীরমুক্তি যোদ্ধা আবদুর রহিম, বীরমুক্তি যোদ্ধা মোঃ জহোরুল ইসলাম জারু মোল্লা, আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজ আলি, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন,মোঃ বাবুল হোসেন,সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সিজার, মোঃ বাবু প্রমুখ,এ সময় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমের ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন,৮ ডিসেম্বর সরাইল মুক্ত দিবস প্রশাসনিকভাবে পালন করার আহ্বান জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন