শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮

  08-12-2019 07:50PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মাদকসেবন ও জুয়া খেলার অভিযোগে ১৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৭ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার সদর উপজেলার বড় কুমড়া বাগানবাড়ীর মৃত বাবলু মিয়ার ছেলে মো. রানা (২০), একই উপজেলার ঠনঠনিয়া নতুনপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে মো. সুমন মিয়া (২০), শাহজাহান আলীর ছেলে মো. রজিব (২২), কাহালু উপজেলার হাড়লতা গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৪), বেলঘরিয়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে আবু তালেব (৫০), শাহজাহানপুর উপজেলার জালসুখা গ্রামের মাহফুজারে ছেলে সিহাব ইসলাম (৩২), রাম-রহিমাবাদ গ্রামের আব্দুল কাদেরের ছেলে আল-আমিন (২৫), গাবতলী উপজেলা বাগবাড়ীয়া গ্রামের দিলবর আকন্দের ছেলে আবুল কালাম আজাদ (৩০), শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে ফারুক হোসেন (২০), একই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে রবিন ইসলাম (২০), শহরের টাউন কলোনী এলাকার সাজ ুআহম্মেদ (৩০), শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের শামীম রেজা (৫০), একই এলাকার দুবলাগাড়ী হাসপাতাল রোড এলাকার শামসুল হক (৫০) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিয়ারা চরপাড়ার শফিকুল ইসলামের ছেলে হারুন অর রশিদ (২১), পাবনা বেড়া উপজেলার শেখপাড়া গ্রামের রজব আলী (৫০), জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জয়না চরপাড়ার আনোয়ার হোসেন (৪৫)।

এ প্রসঙ্গে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর আমবাগানের পাশে অবস্থিত একটি গ্যারেজ এবং শহরের টাউনকলোনী এলাকায় মাদক সেবন ও জুয়া খেলার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে প্রচলিত আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃতদের গতকাল আদালতে পাঠানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন