ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

  09-12-2019 01:02AM



পিএনএস ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। সেই সঙ্গে ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীনগর মধ্য-পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ দুজন কবির মিয়ার ছেলে জয় (১৮) ও হামিদ মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৩৫)। তারা উপজেলার বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, শ্রীনগর গ্রামের মধ্য পশ্চিমপাড়া গ্রামের কবীর হোসেনের বসত বাড়িতে শনিবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়লে রান্না ঘরে থাকা দুটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘরের আলমারিতে রাখা কবীর হোসেনের ছেলে জয়ের সৌদি আরব যাওয়ার নগদ আড়াই লাখ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়।

কবীর হোসেন জানান, আগুন ভয়াব্হ রূপ ধারণ করলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে রাত সাড়ে ৮টায় গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় আমার ছেলে জয়সহ আমার বাড়িতে বেড়াতে আসা ভাগ্নি হেলাল উদ্দিন গুরুতর আহত হয়।

কবীর হোসেনের আরেক ছেলে নবী হোসেন জানান, এক সপ্তাহ পর আমার ছোট ভাই জয় সৌদি আরব যাবে বলে আড়াই লাখ টাকা এনে ঘরের আলমারিতে রাখা হয়েছিল। কিন্তু অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং আমার ছোট ভাই জয় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। এতে করে আমার ভাইয়ের বিদেশ গমন অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।

এ বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের টিম লিডার মুছা ভূইয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে নগদ টাকাসহ আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় দশ লাখ টাকার মালামাল আমরা রক্ষা করেছি।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন