শেরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  10-12-2019 04:37PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে প্রাথমিক সমাপনি পরীক্ষায় সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ক্ষুদে মেধাবি শিক্ষার্থীদের বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়া একই অনুষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ ও কম্বলও দেয়া হয়। মঙ্গলবার (১০ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে ও ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, শেরপুর টাউন ক্লাবপাবলিক লাইব্রেরী মহিলা অর্নাস কলেজের অধ্যক্ষ একেএম নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মিনা পারভীন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন, প্রভাষক আব্দুল মান্নান প্রমূখ বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানের প্রধান ও আমন্ত্রিত অতিথিরা চলতি বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৫জন, সাধারণ গ্রেডে ৫৬জন, জাতীয় শিশু প্রতিযোগীতায় বিজয়ী ৩জন ক্ষুদে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্রসহ বিভিন্ন উপহার তুলে দিয়ে সংবর্ধনা দেন। এছাড়া একই অনুষ্ঠানে দরিদ্র ২১জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ এবং ৩০জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন