গোপালপুরে হানাদার মুক্ত দিবস পালিত

  10-12-2019 04:44PM

পিএনএস, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজ ১০ ডিসেম্বর গোপালপুরে হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার ভোরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

পরবর্তীতে এক আনন্দ শোভাযাত্রা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকেশুরু করেশহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয় ৷

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি মোহাম্মদ গোলাম মাসুম রেজা প্রধান, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ওসি তদন্ত অফিসার কাইয়ুম খান সিদ্দিকী, আওয়ামী লীগের সাবেক সভাপতি এইস এম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, সেন্ট্রাল নেতা গোপালপুরে ৭১ দখলকারী কোম্পানি কমান্ডার আসাদুজ্জামান আরজু ,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সুবহান তুলা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, সমরেন্দ্র নাথ সরকার বিমল প্রমুখ সহ সকল মুক্তিযোদ্ধা বৃন্দ।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন