শেরপুরে পাঁচ নারী পেলেন ‘জয়িতা’ পুরস্কার

  10-12-2019 07:03PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সামাজিকভাবে সফল পাঁচ নারী পেলেন জয়িতা পুরস্কার-২০১৯।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুল ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় এই উপজেলায় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ি গ্রামের জুলফিকার আলীর স্ত্রী মজিদা বেগম, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে শেরুয়া গ্রামের তফিজ উদ্দিনের মেয়ে শ্যামলী খাতুন, সফল জননী পৌর শহরের ঘোষপাড়া এলাকার জয়ন্ত ভট্টাচার্যের স্ত্রী কাকলি ভট্টাচার্জ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে রুখসানা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্ন অবদান রাখায় মির্জাপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী নুরজাহান বেগমকে এই পুরস্কার দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামজা, ভেটেরিনারি সার্জন ডা. মো. রায়হান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, পৌর কাউন্সিলর রেজাউল করিম সিল্পপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন