বিদ্যুৎস্পর্শে পুড়ল চলন্ত ট্রাক

  11-12-2019 09:34AM


পিএনএস ডেস্ক: ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি খড়বোঝাই চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ট্রাকটি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত ১১টার দিকে আশুলিয়া বাজারের গরুর হাটের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাতে বগুড়ার শেরপুর থেকে খড়বোঝাই করে আশুলিয়া বাজার এলাকার গরুর হাটে আসছিল ট্রাকটি। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছলে সড়কের পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে ট্রাকে থাকা খড়ে স্পর্শে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে। এতে ট্রাকে থাকা সমস্ত খড়সহ ট্রাকটি পুড়ে যায়।

খবর পেয়ে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সূত্র জানায়, ট্রাকে অধিক পরিমাণে খড়বোঝাই করায় তা অনেক উঁচু হয়েছিল। এ কারণে সড়কের পাশে বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আশপাশে পানির কোনো উৎস না থাকায় আগুন নেভাতে তাদের বেশ বেগ পেতে হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন