বিরামপুরে পতিত জমিতে কলা চাষ

  14-12-2019 04:55PM

পিএনএস, বিরামপুর (দিনাজপুর) : দিনাজপুরের বিরামপুর উপজেলায় যে সকল জমিতে ধান আবাদ হয়না, ঐ সকল পতিত জমিতে চাষীরা এখন বিভিন্ন জাতের কলা চাষ করছেন। দাম ভালো পাওয়াই কৃষকের মুখে ফুটছে হাসির ঝিলিক।

কারন হিসাবে তারা বলছেন, রবিশস্য হয় না জমিগুলো পতিত থাকে সে সব জমিতে চাষীরা কলা চাষ করছেন। কলা চাষ করে ভাল লাভ হয়,একবার লাগালে ২/৩বার কলা পাওয়া য়ায, ১ একর জমিতে ৩ শতাধিক কলা চারা লাগাতে ৩০ হাজার টাকা খরচ হয়। লাভ হয় দেড় থেকে দু লাখ টাকা। বিভিন্ন জাতের কলা বিশেষ করে চিনি চম্পা,সবরী কলায় কীট নাশক কম লাগে, কলার মগজ বের হওয়ার সাথে সাথে পলিথিন ব্যাগ কাদিতে ঢুকিয়ে রাখলে কোন প্রকার ঔষুধ লাগেনা।

বেনুপুরের মোঃ ইবনে মুরাদ বলেন, বাড়ির পাশে পুকুর পাড়ে কলা লাগাই, কোন ঔষুধ ছাড়াই ভালো ফলন পাই। হরিদাসপুর গ্রামের চাষী হাসনুর রহমান জানান, ৫০ শতক জমিতে কলা চাষ করে লাভ দু লাখ টাকা।

বিরামপুর উপজেলা কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান, এবার এ উপজেলায় দু'শ জন চাষী প্রায় ২০ হেক্টর জমিতে কলা চাষ করেন। কলা চাষীদের যেকোন সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি ।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন