শেরপুরে মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  14-12-2019 05:47PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শনিবার (১৪ডিসেম্বর) বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লাজুয়ান গ্রামস্থ কলেজ মাঠে উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ ও থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির মৃতদেহে পুষ্প্যমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে বগুড়ায় ভাই পাগলা মাজার প্রাঙনে প্রথম নামাজে জানাজা শেষে মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার মোখলেছুর রহমানের মরদেহ শেরপুর উপজেলার ওই গ্রামস্থ বাড়িতে আনা হয়। এসময় তাঁর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য: মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার মোখলেছুর রহমান শনিবার ভোররাতে বগুড়া শহরের বাসভবনে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহে...রাজেউন। তাঁর বয়স হয়েছিল ৬২বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক স্থানীয় উপজেলা সংবাদদাতা আব্দুল মান্নান ভূঁইয়ার একমাত্র চাচা। এদিকে সাংবাদিকের চাচা মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। বিবৃতিদাতারা হলেন- শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, সাহিত্য সম্পাদক আব্দুল আলীম, কার্যনির্বাহী সদস্য নিমাই ঘোষ, মুনসী সাইফুল বারী ডাবলু, সবুজ চৌধুরী, শাহজামাল কামাল, জাহাঙ্গীর ইসলাম প্রমুখ।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন