`রোহিঙ্গা অভিবাসীর কারণে দেশে চর্ম রোগে মহাবিপর্যয়ের শঙ্কা'

  15-12-2019 06:33PM

পিএনএস ডেস্ক : ‘রোহিঙ্গা অভিবাসীরা বিভিন্ন ধরণের চর্ম ও যৌন রোগে আক্রান্ত হচ্ছে। অভিবাসীরা খোস-পাচড়া, দাউদ, একজিমা, সিফিলিস, গনোরিয়া, এইডসসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। তাই বাংলাদেশে রোহিঙ্গা অভিবাসীদের কারণে চর্ম ও যৌন রোগ নিয়ে মহাবিপর্যয়ের মুখোমুখি হওয়ার শঙ্কা আছে। এ ব্যাপারে এখন থেকেই সচেতন ও সতর্ক থাকতে হবে।’

দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত ‘ওয়াল্ড স্কিন হেলথ ডে’ (বিশ্ব চর্ম রোগ) দিবসে বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞ বক্তব্যে এসব কথা বলেন আন্তর্জাতিক খ্যাতিমান চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. ভালেসকা পাডোভেস। তিনি অভিবাসীদের মধ্যে চর্ম ও যৌন রোগ নিয়ে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন।

রবিবার দুপুরে বাংলাদেশ ডার্মাটোলজি সোসাইটি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগ যৌথ উদ্যোগে চট্টগ্রাম নগরের র‌্যাডিসান ব্লুতে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমীন।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান ডা. রফিকুল মাওলার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডনের ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের প্রফেসর ক্রিস গ্রিফিটস, আমেরিকার ক্যালিফোর্নিয়ার প্রফেসর টবি অ্যাননেথি মওরের ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ডার্মাটোলজির চেয়ারপার্সন ড. ক্লায়ের ফুললের।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বিশ্বজুড়ে ত্বকের সমস্যা চিহ্নিতকরণ ও ত্বকের স্বাস্থ্য উন্নতিকরণ’। অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ৩০০ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘দেশের অধিকাংশ মানুষ ত্বকের স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞ, উদাসীন ও ভ্রান্ত ধারণায় বিশ্বাসী। দেশের সুবিধাবঞ্চিত গরীবরা ত্বকের রোগের কারণে নিজ থেকে, অন্যের থেকে শুনে, ফার্মেসি থেকে নিয়ে বা হাতুড়ে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করে। ব্যবহার করে ক্ষতিকর মলম। ফলে চর্মরোগ আরও জটিল আকার ধারণ করে।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন