নরসিংদীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

  16-12-2019 05:27PM

পিএনএস, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৪৮তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পালন করছে বিভিন্ন অনুষ্ঠান। প্রতুষ্যে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

সকাল সাড়ে ৮টায় মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এছাড়া সপ্তাহব্যাপী আয়োজনে ১৬ ডিসেম্বর ঘিরে বিভিন্ন কর্মসূচী পালন করবে নরসিংদীবাসী। এদিকে যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর পলাশেও মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে পলাশে (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় নরসিংদী- ২ এর স্থানীয় সংসদ সদস্য ডাঃ আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ এর পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। পলাশ উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন। এরপর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে একই স্কুল মাঠে শিশু কিশোরদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। বিকেলে মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ,পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক শরীফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন, ওসি তদন্ত মোহাম্মদ গোলাম মোস্তফাসহ উপজেলার মুক্তিযোদ্ধাগণ।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন