চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ২৭ দোকান পুড়ে ছাই

  18-01-2020 03:53PM




পিএনএস ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলার থানা রোডে শুক্রবার রাত দেড়টার দিকে সুফিয়ান হাজি মার্কেটে অগ্নিকেণ্ডের ঘটনা ঘটে। এসময় প্রায় ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ক্ষয়ক্ষতি ৭ কোটি টাকার মতো বলে সূত্রে জানা যায়।

মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে বিস্ফোরণ হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পৌনে ২টায় ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চরফ্যাশন বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী বলেন, আকস্মিক এই দুর্ঘটনায় ব্যবসায়ী ও মালিকদের প্রায় সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তালিকা নিরুপন করা হয়েছে। নিলা হার্ডওয়্যারের মোঃ শাহিন মুকতাদির জানান, অগ্নিকাণ্ডে তাদের সব পুড়ে ছাই।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ ইকবাল হোসেন জানান, রাত আনুমানিক ১টা ৪৫মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের প্রাথমিক তথ্যমতে মোট ২৭টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৬/৭ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফিন বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মালামাল হেফাজত করতে পুলিশ বাহিনীর সদস্যরা রাতজেগে কাজ করেছে। আগুনের লেলিহান শিখা এতটা তীব্র যা নিয়ন্ত্রণ করতে অনেক সময় লেগেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন