বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে অবৈধ ইটভাটা

  18-01-2020 08:18PM

পিএনএস, পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামের একতা ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি চুরি করে ইট তৈরির অভিযোগে এ জরিমানা করা হয়।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিৎ দেবনাথ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে একতা ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় দেখা যায় ওই ভাটাটি লাইসেন্স ছাড়াই চলছে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে তারা চুরি করে মাটি কেটে ইট তৈরি করছে।

নির্বাহী অফিসার অরো জানান, সেখানে তিনি ভ্রাম্যমাণ আদালত গঠন করেন। এতে ভাটা মালিক শাহজাহান আলীকে এক লাখ টাকা জরিমানা করা ও আদায় করা হয়।

এ অভিযানে সহয়োগিতায় ছিলেন সুজানগর থানা পুলিশ। এ অভিযান চলমান থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিৎ দেবনাথ জানান জানান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন