ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

  19-01-2020 08:54PM

পিএনএস ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন পশ্চিম শহীদ নগর এলাকার একটি কারখানার পেছনে ময়লার স্তুপ থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কন্যা শিশুটি সুস্থ আছে। স্থানীয় এক পথশিশুর কারণে রবিবার সকালে শিশুটিকে উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, ১৩ বছরের পথশিশু রাকিব নিত্যদিনের মতো রবিবার সকালে আবর্জনার স্তুপে কাগজ কুড়াতে যায়। ওই সময় হঠাৎ নবজাতকের কান্না শুনতে পেয়ে সে স্থানীয় যুবক ইমরানকে জানায়। ইমরান দ্রুত থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে।

পুলিশ জানায়, কে বা কারা শিশুটিকে কাপড় মোড়ানো অবস্থায় একটি ব্যাগে করে ফেলে যায়। উদ্ধার করার পর প্রথমে শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তাকে সমাজসেবা অধিদফতরের ‘ছোট মনি নিবাসে’ রাখা হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন