গাইবান্ধায় বিরল প্রজাতির শকুন পাখি উদ্ধার

  21-01-2020 05:11PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকামাল গ্রাম থেকে প্রায় তিন ফুট উচ্চতার বিরল প্রজাতির একটি শকুন পাখিকে দেখে এলাকাবাসী আটক করে। পরে পুলিশকে খবর দিলে শকুনটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ খবর ছড়িয়ে পড়লে বিরল প্রজাতির এই শকুনটিকে এক নজরে দেখার জন্য সদর থানায় ভীড় জমায় উৎসুক জনতা। শকুনটির উচ্চতা প্রায় ৩ ফুট ও ওজন ১০ কেজি।

সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মো. শাহরিয়ার জানান, শকুনটি কিছুটা ঠান্ডাজনিত কারণে অসুস্থ্য হয়ে পড়ায় উড়তে পারেনি। পরে ফাঁকা একটি জমি থেকে শকুনটি আটকের খবর পেয়ে সেটি উদ্ধার করে সদর থানায় এনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। ইতোমধ্যে শকুনটিকে সুস্থ্য করতে প্রাণি স¤পদ বিভাগের পরামর্শে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা দেয়া হয়। তিনি আরও জানান, বিষয়টি ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুরের জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা এসে শকুনটিকে নিয়ে গিয়ে সুস্থ্য করে সেখানকার অভয়ারণ্যে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন