১০ মণ ওজনের শাপলা পাতা মাছ, মাইকে ঘোষণা দিয়ে বিক্রি

  24-01-2020 07:03PM

পিএনএস ডেস্ক : বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ধরা পড়েছে ১০ মণ বা চারশ কেজি ওজনের এক শাপলাপাতা মাছ। পরে ওই মাছটিকে বিএফডিসি পাইকারি মৎস্য বাজারে ৬৩ হাজার টাকায় বিক্রি করা হয়।

সাগরতীরের পাতা ‘ঘোপজালে’ ধরার পড়লে ইব্রাহিমসহ ছয় থেকে সাত জন জেলে বিএফডিসি পাইকারি বাজারের ‘আরৎদার সবুজ’ ফিসের কাছে মাছটি বিক্রি করে দেন। পরে শহরে মাইকে প্রচার করা হলে মাছটির কেজি প্রতি সাড়ে তিনশ টাকা দরে বিক্রি হয়।

সরেজমিননে গিয়ে দেখা যায়, শহরের কসাই মো. কবির ও তার দুই জন সহযোগী নিয়ে শাপলা পাতা মাছটি কাটছেন। মাছটি দৈর্ঘ ও প্রস্ত সাড়ে ছয় হাত করে। লেজটির দৈর্ঘ সাড়ে চার হাতের মতো।

শহরের মৎস্য ব্যবসায়ী মেসার্স ফিস স্টোরের মালিক মো. রাজু জানান, তারা শুক্রবার সকালে শাপলা পাতা মাছটিকে বিএফডিসি পাইকারি বাজার থেকে নিলামে ৬৩ হাজার টাকায় ক্রয় করেছেন। এর ওজন আনুমানিক দশ মণ। পরে খুচরা তিনশ পঞ্চাশ টাকা দরে বিক্রি করার জন্য মাইকে প্রচার করা হয়। ভালোভাবে বিক্রি করতে পারলে এক লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করা সম্ভব হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন